Type Here to Get Search Results !

হর্নবিল উৎসবের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে নাগাল্যান্ডের জনগণকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ।। AKB TV News


 

নিজস্ব প্রতিনিধিঃ    

হর্নবিল উৎসবের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে নাগাল্যান্ডের জনগণকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা ও টেকসইতার উপর উত্সবের ফোকাস নিয়ে আনন্দ প্রকাশ করেন তিনি। বৃহস্পতিবার নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নিফিউ রিওর এক্স-এ একটি পোস্ট শেয়ার করে প্রধানমন্ত্রী লিখেছেন:“চলমান হর্নবিল উৎসবের জন্য আমার শুভেচ্ছা এবং ২৫ বছর পূর্ণ হওয়া এই প্রাণবন্ত উৎসবে নাগাল্যান্ডের জনগণকে অভিনন্দন। এবছরের উৎসবে বর্জ্য ব্যবস্থাপনা এবং টেকসইতার উপর ফোকাস দেখেও আমি আনন্দিত। কয়েক বছর আগে এই উৎসবে আমার নিজের দর্শনের স্মৃতি রয়েছে এবং আমি অন্যদেরকে এটি দেখার এবং নাগা সংস্কৃতির প্রাণবন্ততা অনুভব করার জন্য অনুরোধ করছি।”



AKB TV News

5.12.2024