মহাত্মা গান্ধী আমাদেরকে অহিংসার মন্ত্র দিয়ে গেছেন , তা আজ পৃথিবীর সকলে অনুভব করতে পেরেছে ।। বিধায়ক বীরজিৎ সিনহা ।। AKB TV News

আরশি কথা


 

নিজস্ব প্রতিনিধিঃ 

১৯২৪ সালের ২৬শে ডিসেম্বর জাতির পিতা মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের সভাপতির দায়িত্বভার গ্রহণ করেছিলেন। এবছর শতবর্ষপূর্ন হয়েছে। তাই এই দিনটিকে সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যের প্রদেশ কংগ্রেস ভবনেও উদযাপন করা হয়। এদিন এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে গান্ধীজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত সকল কংগ্রেস নেতৃত্বরা। পরবর্তীতে গান্ধী ঘাটে গিয়ে তাঁর শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন  করেন তাঁরা। উপস্থিত ছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা বিধায়ক বিরজিৎ সিনহা ও প্রাক্তন কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস সহ অন্যান্যরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরজিৎ সিনহা বলেন, জাতির পিতা মহাত্মা গান্ধী আজ থেকে ১০০ বছর আগে কংগ্রেসের সভাপতির দায়িত্বভার গ্রহণ করেছিলেন। আজ ১০০ বছর পূর্ণ হয়েছে। সারা দেশে শ্রদ্ধার সঙ্গে আমরা দিনটি পালন করছি। তিনি যে মন্ত্র দিয়ে গেছেন অহিংসার মন্ত্র, তা আজ পৃথিবীর সকলে অনুভব করতে পেরেছে বলে তিনি জানান।  

  



 

AKB TV News

26.12.2024


3/related/default