Type Here to Get Search Results !

প্রয়াত কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ, শোক প্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ।। AKB TV News


 

নিজস্ব প্রতিনিধিঃ    

প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ। মঙ্গলবার ভোররাতে নিজের  বাড়িতে প্রয়াত হন তিনি । কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীও  ছিলেন তিনি। কৃষ্ণ ক্ষমতায় থাকাকালীনই ভারতের ‘সিলিকন ভ্যালি’ হিসাবে বিশ্বের মানচিত্রে উঠে আসে বেঙ্গালুরু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। প্রাক্তন বিদেশ মন্ত্রীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি  দ্রৌপদী মুর্মু। এক্সবার্তায় তিনি লিখেছেন, “ এস এম কৃষ্ণের মৃত্যু সম্পর্কে জানতে পেরে আমি দুঃখিত। তিনি তাঁর দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন ক্ষমতায় মানুষের সেবা করেছিলেন – রাজ্য বিধানসভা এবং সংসদের সদস্য থেকে শুরু করে একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যপাল। কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসাবে, তিনি রাজ্যের উন্নয়নে তাঁর প্রতিশ্রুতির জন্য জনগণের স্নেহ অর্জন করেছিলেন। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।” এদিকে এস এম কৃষ্ণের প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন,  "এসএম কৃষ্ণ জি সর্বদা সকলের উন্নয়নের স্বার্থে কাজ করেছেন। কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। পরিকাঠামোর উন্নয়নে যেভাবে জোর দিয়েছিলেন তাঁর জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন। একইসঙ্গে দক্ষ নেতা ও চিন্তনবিদ ছিলেন তিনি।" এদিকে পূর্বসুরির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু  সহ রাজনৈতিক মহলের বিভিন্ন নেতৃত্ব। প্রসঙ্গত কর্নাটকের মুখ্যমন্ত্রিত্বের মেয়াদ শেষ হওয়ার পরে ২০০৪ সালে মহারাষ্ট্রের রাজ্যপাল হন  তিনি। ২০০৯ সালে বিদেশমন্ত্রীও হন এস এম কৃষ্ণ। তবে ২০১৭ সালে কংগ্রেসের সঙ্গে ৫০ বছরের সম্পর্ক ছিন্ন করে কৃষ্ণ যোগ দেন বিজেপিতে। গত বছর জানুয়ারি মাসে রাজনীতি থেকে তিনি অবসর নেন।



AKB TV News

10.12.2024  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.