আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    যৌথভাবে স্মারক ডাক টিকিট প্রকাশ করল ভারতীয় ডাক বিভাগ ও ইউনিসেফ ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    ভারতবর্ষে শিশুদের অধিকার অর্জনের লক্ষ্যে ও এদেশে ইউনিসেফের কাজের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ডাক টিকিট প্রকাশিত হল। ভারতীয় ডাক বিভাগ এবং ইউনিসেফ যৌথভাবে অতি সম্প্রতি এই স্মারক ডাকটিকিট প্রকাশ করে। যার মূল্য মাত্র ১০ টাকা। টিকিটটিতে মায়ের কোলে এক শিশুকে দেখানো হয়েছে। প্রসঙ্গত, ১৯৪৯ সাল থেকে ইউনিসেফ এদেশে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিটি শিশুর জীবনের সমস্ত সুযোগের সদব্যবহার নিশ্চিত করে চলেছে। এপ্রসঙ্গে বলা যায়, ভারত সরকারের নেতৃত্বে এবং রাষ্ট্রপুঞ্জের এই সংস্থার সহায়তায় এদেশে শিশুদের অনেক  উন্নতি হয়েছে। ডাক টিকিটটি প্রকাশের পর ডাক বিভাগের দিল্লি সার্কেলের চিফ পোস্ট মাস্টার জেনারেল কর্নেল অখিলেশ পাণ্ডে ইউনিসেফের বিগত দিনগুলির কাজকর্ম এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকা শিশুদের সহায়তা ও তাদের সুরক্ষায় এই সংস্থার কাজের প্রশংসা করেন। পাশাপাশি ভারতে ইউনিসেফের প্রতিনিধি সিনথিয়া ম্যাকক্যাফ্রে বলেন, এটি ভারতের শিশুদের জন্য একটি প্রতীকী মাইল ফলক। উনার কথায়, ”বিগত কয়েক দশকের সহযোগিতায় আমরা দেখেছি যে এদেশে শিশুদের জন্য হওয়া কাজগুলির ফলে   তাদের জীবনে প্রচুর উন্নতি হয়েছে। পাঁচ বছরের কম বয়সি শিশু মৃত্যুর হার কমানো, সার্বিক টিকাদান, স্কুলে ভর্তির হার বাড়ানো, নিরাপদ স্যানিটেশন বা বিশুদ্ধ জল ব্যবহার- সব ক্ষেত্রেই ভারতের শিশুদের বিকাশ উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাচ্ছে।”তিনি আরও বলেন, ইউনিসেফ বেসরকারি ক্ষেত্র, সুশীল সমাজ, যুবক ও শিশুদের সঙ্গে কাজ করে যাতে সমাজের সব ব্যবস্থা ও পরিষেবাগুলি প্রতিটি শিশুকে তাদের অধিকার অর্জনে সহায়তা করে। 



    AKB TV News

    14.12.2024  


    3/related/default