Type Here to Get Search Results !

ক্লাস রুমের অবস্থা করুন, সংস্কারের অভাবে ধুঁকছে, দফতর নীরব ।। AKB TV News


 

নিজস্ব প্রতিনিধিঃ    

কৈলাসহর মহকুমার লক্ষীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত কুবঝার উচ্চ বুনিয়াদি বিদ্যালয়টি। বিদ্যালয়ে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ১১৩ জন। তাদের পঠন-পাঠনের দায়িত্বে রয়েছেন আট জন শিক্ষক  শিক্ষিকা। বিদ্যালয়ের একটি ঘরের টিনের ছাউনি প্রায় তিন বছর আগে ঝড়ে নষ্ট হয়ে গিয়েছিল। পরবর্তী  সময়ে রাতের অন্ধকারে ক্লাস রুমের দরজা জানালা কে বা কারা চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। এরফলে প্রায় তিন বছর ধরে ঘরটি ব্যবহার করা যাচ্ছে না। রুমটির সংস্কার করার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে কয়েক বার লিখিত এবং মৌখিক ভাবে দপ্তরের আধিকারিকদের জানানো হলেও কোন ধরনের কার্যকরী ভুমিকা নেওয়া হয়নি বলে অভিযোগ। অথচ রুমের অভাবে ছাত্র ছাত্রীরা প্রতিদিন মিড-ডে মিল  খাচ্ছে বারান্দায় বা মাটিতে বসে। এব্যাপারে বিদ্যালয়ের শিক্ষক সন্দীপ দেবনাথ জানান , ঘরটি সংস্কার করার জন্য দপ্তরের আধিকারিকদের জানানোর পর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, স্থানীয় লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের নজরে নেওয়ার জন্য। স্থানীয় গ্রাম পঞ্চায়েত স্কুল রুমটি সংস্কার করার জন্য তাদের একশন প্ল্যানে উঠাবে এবং পরবর্তী সময়ে পঞ্চায়েতের পক্ষ থেকে সংস্কার করে দেওয়া হবে। দপ্তরের নির্দেশ অনুযায়ী স্কুল কর্তৃপক্ষ স্থানীয় লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতকে অনেক আগেই বিষয়টি জানিয়েছে বলে জানান। সম্প্রতি কৈলাসহরের গৌরনগর ব্লকের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে এক প্রতিনিধি দল বিদ্যালয়টি পরিদর্শন করেছেন বলে জানা গেছে। এখন দেখার কবে নাগাদ বিদ্যালয়ের ঘরটি সংস্কার করা হয়। 




AKB TV News

14.12.2024  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.