আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    'one nation one election,' এটা যে প্রথমবার আসছে এমন নয় ।। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ   

    'one nation one election,' এটা যে প্রথমবার আসছে এমন নয়। চার বার একসঙ্গে হয়েছে লোকসভা ও বিধানসভা নির্বাচন। এই প্রথাটা ভেঙ্গেছে কংগ্রেসের কুকর্মের কারনে। কংগ্রেস যখন ক্ষমতায় আসতে পারে না, তখন ৩৫৬ লাগিয়ে লাগিয়ে রাজ্য গুলো ভেঙ্গেছে। ভাঙ্গার পরে পাঁচ বছরের আগে রাজ্য গুলি ভাঙ্গার কারনে এই প্রথা তৈরি হয়েছে এবং ভারতবর্ষের লাখো কোটি টাকা খরচ হয়। ২০২৪ সালের নির্বাচনে আনুমানিক এক লক্ষ কোটি টাকা খরচ হয়েছে বলে one nation one election বিল নিয়ে সোমবার এভাবেই প্রতিক্রিয়া দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব। 




    AKB TV News

    23.12.2024


    3/related/default