নিজস্ব প্রতিনিধিঃ
দীর্ঘ সময় রোগভোগের পর গত বৃহস্পতিবার রাতে দিল্লির এইমসে প্রয়াত হন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং। শনিবার রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। এরপর দিন রবিবার তাঁর অস্থি বিসর্জন দেওয়া হল যমুনা বক্ষে। এদিন সকালে প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবার তাঁর অস্থি নিয়ে যায় গুরুদ্বার মজনু কা টিলার কাছে যমুনা নদীর তীরে। জানা গেছে, অস্থি বিসর্জনের আগে গুরুদ্বারে পাঠ-কীর্তনের আয়োজন করা হয়। সেখানে যোগ দেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী গুরশরণ কৌর। তাঁকে হুইল চেয়ারে আনা হয় গুরুদ্বারে। তারপর যমুনার অস্থি ঘাটে মনমোহন সিংয়ের অস্থি বিসর্জন দেন তাঁর পরিবার-পরিজনরা। প্রসঙ্গত, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়ানে বর্তমানে দেশে রাষ্ট্রীয় শোক চলছে।
AKB TV News
29.12.2024