আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ‘বাবা সাহেব আম্বেদকরের জন্য আমাদের শ্রদ্ধা একেবারে খাঁটি ।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।। AKB TV News

    আরশি কথা



     নিজস্ব প্রতিনিধিঃ 

    বাবা সাহেব ডঃ বি আর আম্বেদকরের দেখা স্বপ্ন পূরণ করতে বর্তমান সরকার নিরলস পরিশ্রম করছে, সবসময়ই বিরোধীদের তা বোঝানোর মরিয়া চেষ্টা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকাল থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি তুলে সংসদে বিক্ষোভ দেখায় কংগ্রেস। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কংগ্রেসকে পাল্টা নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিতর্কে কংগ্রেসকে পাল্টা নিশানা করে নরেন্দ্র মোদী লেখেন, ‘আমাদের সরকার গত এক দশক ধরে বাবা সাহেব আম্বেদকরের স্বপ্ন পূরণ করার জন্য অক্লান্ত পরিশ্রম করছে। তা সেই ২৫ কোটি মানুষকে দারিদ্রসীমা থেকে বার করা হোক বা এসসি, এসটি অ্যাক্ট আরও জোরালো করা। প্রান্তিক ও দরিদ্র মানুষদের জন্য আমাদের সরকার স্বচ্ছ ভারত, প্রধানমন্ত্রী আবাস যোজনা, জল জীবন মিশন, উজ্জ্বলা যোজনার মত প্রকল্প এনেছে।’ তবে এখানেই শেষ নয়, আম্বেদকরের  সম্মানে পাঁচটি স্থানকে পঞ্চতীর্থ হিসেবে গড়ে তোলার প্রসঙ্গও তুলে ধরেন নরেন্দ্র মোদী। দিল্লির আলিপুর রোড যেখানে বি আর আম্বেদকর জীবনের শেষ বছর গুলি কাটিয়েছিলেন, সেই জায়গাটিও সংস্কার করা হয়েছে, সেই প্রসঙ্গও তুলে ধরেছেন নরেন্দ্র মোদী। লন্ডনে যে বাড়িতে তিনি থাকতেন তাও সরকার নিজেদের এক্তিয়ারে নিয়েছে, এক্স হ্যান্ডেলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রীর সংযোজন, ‘বাবা সাহেব আম্বেদকরের জন্য আমাদের শ্রদ্ধা একেবারে পবিত্র। নরেন্দ্র মোদী লিখেছেন, ‘যদি কংগ্রেস মনে করে মিথ্যে কথা বলে তারা বছরের পর বছর ধরে বি আর আম্বেদকরকে যে অপমান করেছে তা লুকিয়ে রাখা যাবে তাহলে তারা ভুল করছে।  




    AKB TV News

    18.12.2024   


    3/related/default