নিজস্ব প্রতিনিধিঃ
নতুন বছরের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব ছাড়তে চলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। তাঁর জায়গায় মোদি মন্ত্রিসভার কোনও সদস্য অথবা দলের সাধারণ সম্পাদকদের মধ্যে কেউ দায়িত্ব গ্রহণ করতে পারে বলে গেরুয়া শিবির সূত্রে খবর। এবিষয়ে দলের এক শীর্ষ নেতা জানান, সদস্যপদ গ্রহণের পাশাপাশি বিভিন্ন রাজ্যে নিচু তলায় অর্থাৎ মণ্ডল স্তরে নির্বাচন শুরু হয়ে গিয়েছে। জানুয়ারি মাসের মধ্যে সাংগাঠনিক স্থরে নির্বাচন শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। দলের সংবিধান অনুসারে সর্বভারতীয় সভাপতি নিবর্বাচনের আগে রাজ্য স্তরে নির্বাচন শেষ করতে হবে। যেহেতু ফেব্রুয়ারি মাসের মধ্যে নয়া সভাপতি নির্বাচনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তাই নিচুতলায় সাংগাঠনিক নির্বাচন শুরু করে দেওয়া হয়েছে। কারন সংবিধান অনুযায়ী সর্বভারতীয় সভাপতি নির্বাচনের আগে কমপক্ষে ৪০ শতাংশ রাজ্যে সাংগাঠনিক নির্বাচন শেষ করতেই হবে। কিন্তু জে পি নাড্ডার জায়গায় পরর্বতী সভাপতি কে হতে পারেন, তা এখনও চূড়ান্ত হয়নি বলে সূত্রটি জানাচ্ছে। তবে মোদি মন্ত্রীসভা অথবা সংগঠনের শীর্ষে থাকা কেউ দায়িত্ব পেতে পারেন।
AKB TV News
18.12.2024