আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    শনিবার সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং'য়ের অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন করা হয়। এদিন তাঁকে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল ছিল দিল্লিতে। এদিন নিগমবোধ ঘাটে মনমোহনের শেষকৃত্য সম্পন্ন হয়। তার আগে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধাজ্ঞাপন করেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, মনমোহন সিংয়ের কৌশলগত দূরদর্শিতা ও রাজনৈতিক সাহসিকতা ছাড়া আমেরিকা ও ভারতের বন্ধন এতটা মজবুত হত না। গত ২৬শে ডিসেম্বর বৃহস্পতিবার রাতে দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯২ বছরের এই অর্থনীতিবিদ। মনমোহনের প্রয়াণে এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সহ বিশিষ্টজনেরা। পাকিস্তান, রাশিয়া, ফ্রান্স, মালয়েশিয়া, ব্রিটেন, পর্তুগাল-সহ বিশ্বের নানা দেশ শোকবার্তা পাঠায়। সমবেদনা জানিয়েছিল আমেরিকাও। তবে শনিবার মনমোহনের স্মৃতিচারণা করলেন জো বাইডেন। এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় তিনি লেখেন, ‘জিল এবং আমি প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে গভীরভাবে শোকাহত। আমরা এই সময় ভারতের মানুষের সঙ্গে রয়েছি। 





    AKB TV News

    28.12.2024



    3/related/default