নিজস্ব প্রতিনিধিঃ
শুক্রবার গুরুগ্রামে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের নেতা তথা হরিয়ানার জাঠ রাজনীতিকে জাতীয় স্তরে তুলে আনার অন্যতম হাতিয়ার ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।১৯৩৫ সালের জানুয়ারি মাসে জন্ম হয়েছিল ওম প্রকাশের। পুরোপুরি রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা ওম প্রকাশের বাবা ছিলেন দেশের প্রাক্তন উপ প্রধানমন্ত্রী চৌধুরী দেবীলাল। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে এদিন প্রধানমন্ত্রী লেখেন, ‘হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালার প্রয়াণে আমি শোকস্তব্ধ। চৌধুরী দেবীলালের যোগ্য পুত্র তাঁর পিতার পদাঙ্ক অনুসরণ করে রাজ্য রাজনীতিতে দীর্ঘ বছর সক্রিয় ছিলেন। তাঁর প্রয়াণে শোকাতুর পরিবারের প্রতি আমার সমবেদনা।’
AKB TV News
20.12.2024