নিজস্ব প্রতিনিধিঃ
আগরতলা এমবিবি বিমানবন্দর থেকে বৃহস্পতিবার সকালে কলকাতা যাওয়ার বিমান এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস হঠাৎ করেই বাতিল হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন রাজ্যের বিএড পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীরা জানায় শুক্রবার তাদের বিএড পরীক্ষা । খারাপ আবহাওয়ার কারণে বিমান বাতিল করা হয়েছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কর্তৃপক্ষ। কিন্তু অন্য সংস্থার বিমান বাতিল হয়নি বলে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কর্তৃপক্ষের কাছে একরাশ ক্ষোভ প্রকাশ করেছে ছাত্রছাত্রীরা। পরীক্ষার্থীরা জানিয়েছে এদিনের মধ্যে যেভাবেই হোক তাদের কলকাতা যেতে হবে। বিমান বাতিলের বিষয়টি বিশ্ববিদ্যালয় মেনে নেবে না। যার কারণে ক্ষতির সম্মুখীন হবেন তারা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর প্রতিও এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে পরীক্ষার্থীরা।
AKB TV News
12.12.2024