নিজস্ব প্রতিনিধি,ভো
ভোক্তা সুরক্ষা, সড়ক নিরাপত্তা এবং ড্রাগসের ব্যবহারের ক্ষতিকর দিক নিয়ে সোমবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় পরিবহন ও খাদ্য দফতরের তরফে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ, সুশান্ত চৌধুরী, অনিমেশ দেববর্মা , বৃষকেতু দেববর্মা, মেয়র দিপক মজুমদার , পশ্চিম ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি বলাই গোস্বামী প্রমুখ। অনুষ্ঠানের সুচনা করে রাজ্যপাল তাঁর বক্তব্যে যুব সমাজকে ভোক্তা সুরক্ষা, সড়ক নিরাপত্তা এবং ড্রাগসের বিষয়ে সচেতনতার বার্তা দেন। এদিন তিনি বিশেষ ভাবে যুব সমাজের উদ্দেশ্যে বলেন ভারত বিশ্বের শক্তিশালী রাষ্ট্র হয়ে আত্মপ্রকাশ করেছে। দেশের মুল শক্তি হল যুব সমাজ। কিন্তু চক্রান্তকারীরা দেশের যুব সমাজকে পঙ্গু করে দিতে চাইছে। ড্রাগস পাচার করে ড্রাগসের করাল গ্রাসে ফেলে যুব সমাজকে ক্রমশ দুর্বল করার চেষ্টা করছে। কিন্তু এদের হাত থেকে সাবধান থাকতে হবে। পাশাপাশি এদিন তিনি চিকিৎসকদের প্রতি সহনশীল হয়ে আক্রন্তদের চিকিৎসার কথা যেমন বলেন তেমনি অভিভাবকদের প্রতিও সহ্য রেখে নম্র হয়ে আক্রান্ত যুবাদের প্রতি ব্যবহারের পরামর্শ দেন। এই অনুষ্ঠানে এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী , মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী অনিমেষ দেববর্মাও বক্তব্য রাখেন।
Akb tv
27.01.2025