নিজস্ব প্রতিনিধিঃ
২৩শে জানুয়ারি দেশজুড়ে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস। বৃহস্পতিবার নেতাজিকে শ্রদ্ধা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “ভারতের স্বাধীনতা আন্দোলনে তাঁর অবদান ছিল অতুলনীয়।” এই পোস্টের সঙ্গে রয়েছে নেতাজিকে নিয়ে তৈরি করা একটি ভিডিও। যেখানে ভয়েস ওভার দিয়েছেন নরেন্দ্র মোদি নিজেই। Lসুভাষচন্দ্র বসুর জন্মদিবসকে ‘পরাক্রম দিবস’ হিসাবে পালন করে কেন্দ্র। এদিনের পোস্টে প্রধানমন্ত্রী লেখেন—“আজ, পরাক্রম দিবসে আমি শ্রদ্ধা জানাই নেতাজি সুভাষচন্দ্র বসুকে। ভারতের স্বাধীনতা আন্দোলনে তার অবদান অতুলনীয়। তিনি সাহস এবং দৃঢ়তার প্রতীক। তাঁর আদর্শ আমাদের অনুপ্রাণিত করে সেই ভারত গড়তে, একদিন যার স্বপ্ন দেখেছিলেন l
AKB TV News
23.01.2025