নিজস্ব প্রতিনিধিঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ
গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ৪৭
তম মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছেন বিদেশমন্ত্রী
এস জয়শংকর। তাঁর হাত দিয়েই দ্বিতীয়বার আমেরিকার মসনদে বসা বন্ধুকে চিঠি পাঠালেন নরেন্দ্র
মোদি। শুধু তাই নয়, সোমবার তাঁর শপথের সময় এক্স হ্যান্ডেলে অভিনন্দন জানাতেও ভোলেননি
ভারতের প্রধানমন্ত্রী।বার্তা বাহক জয়শংকরের হাত দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে যে চিঠি
প্রধানমন্ত্রী পাঠিয়েছেন তাতে ঠিক কী লেখা রয়েছে তা প্রকাশ্যে আসেনি। তবে এক্স হ্যান্ডেলের
শুভেচ্ছা বার্তায় ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী লিখেছেন,
‘আমেরিকার ৪৭ তম রাষ্ট্রপতি হিসেবে এই ঐতিহাসিক অভিষেকের জন্য অভিনন্দন প্রিয় বন্ধু
ডোনাল্ড ট্রাম্প। আবার একসঙ্গে কাজ করতে আমি উৎসুক। নিজ নিজ দেশের উন্নতি লক্ষ্যে এবং
বিশ্বকে সুন্দর ভবিষ্যৎ দিতে একসঙ্গে হাতে হাত রেখে কাজ করব। আপনার জন্য রইল শুভ কামনা।’
AKB TV News
21.01.2025