উত্তর-পূর্বাঞ্চলে প্রাণি সম্পদ সেক্টরের সর্বজনীন উন্নয়নের জন্য সংলাপ সংক্রান্ত কনক্লেভে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস।। AKB TV News

আরশি কথা


নিজস্ব প্রতিনিধিঃ  

মেঘালয়ের শিলংয়ে বৃহস্পতিবার উত্তর-পূর্ব অঞ্চলে প্রাণিসম্পদ সেক্টরের সর্বজনীন উন্নয়নের জন্য সংলাপ সংক্রান্ত কনক্লেভ অনুষ্ঠিত হয়। এই কনক্লেভে যোগদান করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাসও। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধ ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী  রাজীব রঞ্জন সিং প্রমুখ।  কনক্লেভ চলাকালীন, মন্ত্রী সুধাংশু দাস পশুসম্পদ সেক্টরের মুখোমুখি  চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার সময় রাজ্যের প্রাণী সম্পদ বিভাগের উল্লেখযোগ্য অবদানগুলি তুলে ধরেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রীকে সেক্টরের উন্নয়ন এবং স্থায়িত্ব বাড়াতে ভারত সরকারের কাছ থেকে বর্ধিত সহায়তার জন্য অনুরোধও করেন এদিন। বিশেষ করে ১০ থেকে ১২ টি এ্যাম্বুলেন্স প্রদানের দাবি জানান তিনি যাতে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে এর মাধ্যমে পশু পালকদের কাছে সহজে পৌঁছানু যায় এবং পরিষেবা প্রদান করা যায়।




AKB TV News

23.01.2025

 

3/related/default