আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এবার সম্পূর্ণ নতুন স্টাইলে, নতুন ফরম্যাটে হতে চলেছে প্রধানমন্ত্রীর 'পরীক্ষা পে চর্চা'।। AKB TV News

    আরশি কথা


      

    নিজস্ব প্রতিনিধি:

    পরীক্ষার্থীদের উপর থেকে পরীক্ষার চাপ কমাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনেছিলেন এক ভিন্ন ধারার অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল পরীক্ষা পে চর্চা। এবার সম্পূর্ণ নতুন স্টাইলে, নতুন ফরম্যাটে হতে চলেছে পরীক্ষা পে চর্চা। শুধু প্রধানমন্ত্রীই নন,ছাত্র-ছাত্রীদের মনোবল বাড়াবেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও সদগুরু।জানা গিয়েছে, এ বছরের পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সদগুরু, দীপিকা পাড়ুকোন, বিক্রান্ত মাসি, ভূমি পেডনেকর, মেরি কম, টেকনিক্যাল গুরুজি, রাধিকা গুপ্ত ও অবনী লেখারা সহ আরও অনেকে।  আগামী ১০ই ফেব্রুয়ারি নয়াদিল্লির ভারত মণ্ডপমে এই অনুষ্ঠান হবে। ৩ কোটি ৩০ লক্ষেরও বেশি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা এই অনুষ্ঠানে অংশ নেবে বলে জানা গেছে।




    AKB TV News

    06.02.2025 

    3/related/default