নিজস্ব প্রতিনিধি:
ফের তিন জন বাংলাদেশী সহ একজন ভারতীয় নাগরিককে আটক করেছে কুমারঘাট থানার
পুলিশ। গত ১০ই ফেব্রুয়ারি কুমারঘাট থানাধীন নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে
আটক করা হয়। জানা গেছে, কয়েক মাস আগে তারা বাংলাদেশ থেকে ভারতের আসেন। এরপর কুমারঘাটে
অবস্থান করেন। ধৃত তিন বাংলাদেশীর বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলায়। তাদের কাছে কোন
বৈধ নথিপত্র নেই বলে তারা জানায়। ধৃতরা হল-খোকন মিয়া, আবিদ মিয়া ও জুয়েল মিয়া।
অন্যদিকে, সীমান্ত পারাপারকারী আশিক উদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করেছে । তার বাড়ি ঊনকোটি জেলার টিলা বাজার এলাকায়। পুলিশ তাদের বিরুদ্ধে
সুনির্দিষ্ট ধারায় একটি মামলা হাতে নিয়ে বুধবার দুপুরে কৈলাশহর জেলা আদালতে প্রেরণ
করে।
AKB TV News
12.02.2025