Type Here to Get Search Results !

প্রয়াত পশ্চিম ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি বলাই গোস্বামীকে শেষ শ্রদ্ধা জানাল প্রদেশ বিজেপি, বামুটিয়া ব্লক ।। AKB TV News


নিজস্ব প্রতিনিধি: 

প্রদেশ বিজেপির পক্ষ থেকে প্রয়াত পশ্চিম ত্রিপুরা জেলার জেলাসভাধিপতি বলাই গোস্বামীকে শেষ শ্রদ্ধা জানানো হয়। শুক্রবার তার মৃতদেহ রাজ্যে আনা হলে বিভিন্ন জায়গায় তাকে শ্রদ্ধা জানানো হয়। তার  শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানান বিভিন্ন দলীয় নেতৃত্ব থেকে শুরু করে প্রশাসনিক ব্যাক্তিরাও। তার এই অসময়ে চলে যাওয়া  দলের একটা অপূরণীয় ক্ষতি বলে শোক বার্তায় জানান বিভিন্ন নেতৃত্ব। শুক্রবার চেন্নাই থেকে রাজ্যে এসে পৌঁছুল প্রয়াত পশ্চিম ত্রিপুরা জেলার জেলাসভাধিপতি বলাই গোস্বামীর কফিনবন্দী দেহ। এদিন প্রয়াত জেলাসভাধিপতিকে শেষ শ্রদ্ধা জানানো হয় । এম বি বিমানবন্দর থেকে তাঁর দেহ নিয়ে যাওয়া হয় বামুটিয়া ব্লক প্রাঙ্গনে। বামুটিয়া ব্লক প্রাঙ্গণে উনাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ,বিধায়ক নয়ন সরকার,পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার,  বামুটিয়া ব্লকের বিডিও  অমিতাভ ভট্টাচার্য,, ব্লক চেয়ারম্যান দীপক কুমার সিংহ, প্রাক্তন মন্ত্রী প্রকাশ চন্দ্র দাস,বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস প্রমুখ। পড়ে সেখান থেকে প্রয়াতের শবদেহ নিয়ে যাওয়া হয় প্রদেশ বিজেপি কার্যালয় প্রাঙ্গণে। সেখানে তাকে দলের নেতা কর্মীরা শ্রদ্ধা জ্ঞাপন করে। উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, প্রদেশ বিজেপি সহ সভাপতি, প্রদেশ সম্পাদক, সহ অন্যান্য প্রদেশ  দলীয় নেতৃত্ব। প্রসঙ্গত ১২ ফেব্রুয়ারি রাত আনুমানিক ২:২০ মিনিটে চেন্নাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত  হন তিনি। এদিন প্রয়াতের মরদেহ রাজ্যে আনা হয়। শেষে আগরতলার বটতলা মহান শ্মশান ঘাটে তাঁর অন্তোস্টি  ক্রিয়া সম্পন্ন হয়। তিনি যেমন  দলের দক্ষ সংগঠক ছিলেন তেমনি ছিলেন দলের একনিস্ট কর্মী ও দক্ষ প্রশাসক। তার জীবদ্দশায় তিনি এর আগে TRTC এবং পূর্বাশা ‘র চ্যায়ারম্যানের দায়িত্বও সামলেছেন। তার চলে যাওয়া  নিঃসন্দেহে  দলের জন্য একটা অপূরণীয় ক্ষতি।  এমনটাই উঠে এসেছে নেতৃত্ব ও মন্ত্রী বিধায়কদের বক্তব্যের মধ্য দিয়ে। তার  শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানানো হয় দলীয় নেতৃত্বদের তরফে। 


 

AKB TV News

14.02.2025 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.