নিজস্ব প্রতিনিধি:
গত ১৩ই জানুয়ারি থেকে ১৪৪ বছরের মহাকুম্ভ
যোগে উত্তর প্রদেশের প্রয়াগরাজে মেলা শুরু হয়েছে। এরপর থেকে মোক্ষলাভের আশায় প্রয়াগরাজের ত্রিবেণী
সঙ্গমে ডুব দিয়েছে গোটা দেশ।এর সঙ্গে বহিঃ দেশও। সাধু-সন্ত থেকে শুরু করে আমজনতা। ৫ই
ফেব্রুয়ারি বুধবার সেই পবিত্র জলে ডুব দিয়ে একতার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদি। এদিন বৈদিক আচার মেনে মন্ত্রপাঠ সেরে গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থলে পুণ্যস্নান
করেন প্রধানমন্ত্রী। স্নানের পর গঙ্গা পূজা ও আরতি করেন তিনি। এদিন সকালে প্রয়াগরাজে
নরেন্দ্র মোদিকে স্বাগত জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সঙ্গমে ডুব
দেওয়ার আগে বৈদিক রীতি মেনে মন্ত্রপাঠও করেন তিনি। কোমর জলে দাঁড়িয়ে সূর্যপ্রণাম এবং
তর্পণ করেন। স্নানের পরও পূজা-অর্চনা করেন প্রধানমন্ত্রী।স্নানের সময় লাল রঙের পোশাক
ছিল পরনে। গলায় ও হাতে জড়ানো ছিল রুদ্রাক্ষের মালা। এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী
যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে নৌকাবিহারও করেন প্রধানমন্ত্রী।পাশাপাশি কুম্ভমেলার সমস্ত
ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তিনি। তারপরই পবিত্র গঙ্গায় ডুব দিয়ে স্নান সারেন নরেন্দ্র
মোদি। প্রয়াগরাজ সফরের আগেই এদিন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক্স হ্যান্ডেলে লেখা হয়,
‘ভারতের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রচার ও সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই তীর্থস্থান গুলোতে পরিকাঠামো উন্নয়ন ও সুযোগ-সুবিধা
উন্নত করার জন্য ধারাবাহিকভাবে পদক্ষেপ করছেন তিনি। এদিন যোগী রাজ্যে প্রধানমন্ত্রীর
সফরকে কেন্দ্র করে জোরদার করা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা। যাতে কোন অপ্রীতিকর ঘটনা
না ঘটতে পারে।
AKB TV News
05.02.2025