গোটা বিশ্বে মহামারি করোনার স্মৃতি এখনও তাজা। এবার চিনে খোঁজ মিলল নতুন করোনা ভাইরাসের। সবচেয়ে চিন্তার বিষয় হল প্রথম করোনার মত এই ভাইরাসও মিলেছে বাদুড়ের শরীরে। এই ভাইরাসও মানুষকে সংক্রমিত করতে পারে বলে জানা গেছে। সাউথ চায়নার এক তথ্য অনুযায়ী, চিনে বাদুড়ের নতুন একটি করোনা ভাইরাসের হদিস মিলেছে, যা প্রাণীদেহ থেকে মানব শরীরে সংক্রমিত হতে পারে। ঠিক যেমনটা ২০২০ সালে করোনা সংক্রমণের সময় হয়েছিল। নতুন এই ভাইরাসের নাম দেওয়া হয়েছে এইচকেইউ৫-কোভি-২। উহান ইন্সটিটিউটের বাদুড় গবেষক শি জ়েনলিং-র নেতৃত্বে ভাইরোলজিস্টরা এই নতুন ভাইরাসের হদিস পেয়েছেন। এবিষয়ে গবেষকরা জানিয়েছেন, সার্স কোভ-২, যে ভাইরাস থেকে করোনা সংক্রমণ ছড়িয়েছিল, তার সঙ্গে এই নতুন ভাইরাসের অনেক মিল রয়েছে। মার্বেকোভাইরাস সাবজিনাস পরিবারের অংশ এই ভাইরাস। নতুন এই ভাইরাস মানব শরীরের এসিই২ কোষে ঢুকে পড়তে পারে। ল্যাব পরীক্ষায় দেখা গিয়েছে, এইচকেইউ৫-কোভি-২ মানবদেহ সংক্রমিত করতে পারে। তবে সংক্রমণ কতটা ভয়ঙ্কর হতে পারে, তা এখনও জানা যায়নি। নয়া করোনা ভাইরাস নিয়ে চিনে ফের একবার আতঙ্ক দেখা দিয়েছে।
AKB TV News
22.02.2025