Type Here to Get Search Results !

ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি ।। এহেন পরিস্থিতিতে সকলকে শান্ত ও সতর্ক থাকার বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ।। AKB TV News


নিজস্ব প্রতিনিধি: 

সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি। সোমবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ আচমকাই কেঁপে ওঠে দিল্লি, নয়ডা, গাজিয়াবাদের বিস্তীর্ণ এলাকা। তখন রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। এহেন পরিস্থিতিতে সকলকে শান্ত ও সতর্ক থাকতে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সকালে ভূমিকম্প অনুভূত হয় রাজধানী দিল্লিতে। ন্যাশনাল সেন্টার অফ সেসমোলজি সূত্রে খবর, এদিন সকাল ৫টা ৩৬ মিনিটে কেঁপেছে দিল্লির বিস্তীর্ণ এলাকা। দক্ষিণ দিল্লির ধৌলা কুঁয়াতে কম্পনের উৎসস্থল। সেখানে অবস্থিত দুর্গাবাই দেশমুখ কলেজ অফ স্পেশ্যাল এডুকেশনের কাছেই কম্পন তৈরি হয়েছে। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ৫ কিলোমিটার গভীরে ছিল কম্পনের এপিসেন্টার। রিখটার স্কেলে ৪ মাত্রায় ভূমিকম্প হলেও যথেষ্ট বেশি কম্পন অনুভব করেছেন দিল্লিবাসী। ভূমিকম্পের ফলে আতঙ্কিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন লোকজনেরা। তবে এখনও কম্পনের জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। এদিকে, বিশ্লেষকদের মতে,  কম্পনের মাত্রা কম হলেও সেটা তৈরি হয়েছে ভূ-পৃষ্ঠের খুব কাছে। তার জেরেই বেশি কম্পন অনুভূত হয়েছে। তবে এখনও সেভাবে আফটার শক অনুভব করতে পারেননি দিল্লিবাসী। এহেন  পরিস্থিতিতে সকলকে শান্ত থাকতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভূমিকম্পের খবর পেয়েই এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘দিল্লি-সহ আশেপাশের বেশ কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে। তাই সকলকে শান্ত থাকতে অনুরোধ করছি। আফটার শক হতে পারে তাই সতর্ক থাকুন, সুরক্ষিত থাকতে যথাযথ নিয়মাবলি পালন করুন। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।’

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.