নিজস্ব প্রতিনিধি:
রাজ্যের খাদ্য, পরিবহন ও পর্যটন মন্ত্রীর হাত ধরে পথ চলা শুরু হল গ্লিটারিয়া’র। রাজ্যের স্বনামধন্য প্রতিষ্ঠান শ্যাম সুন্দর কোং জুয়েলার্স তাদের গ্লিটারিয়া নামক নিজস্ব হীরে’ র ব্র্যান্ড রাজ্যবাসির জন্য খুবই সহজলভ্য দামে বাজারজাত করেছে মন্ত্রীর হাত ধরে। মঙ্গলবার আগরতলার প্রতিষ্ঠানের শো রুমে এই হীরের ব্র্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন আমাদের প্রত্যেকের একটা ধারনা ছিল কিংবা এখনো আছে যে হীরে মানে ধরা ছোঁয়ার বাইরে। হীরে মানে এটা সাধারন জনগণের জন্য নয়। এটা কিনতে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু আমরা যারা প্রিয়জনকে উপঢৌকন দিতে যাই আমারা অনেকেই সোনা প্রদান করে থাকি। যারা একটু ব্যায়ভার বহন করতে পারে তারা হীরে প্রদান করে। কিন্তু যারা উপঢৌকন দেবে বা যাদেরকে তা প্রদান করা হবে, তাদের এমন কিছু প্রদান করা উচিত যেগুলো স্মরণীয় থাকে। তিনি এদিন বলেন আমরা কেউই থাকব না কিন্তু এমন কিছু প্রদান করা উচিত যা চির স্মরণীয় হয়ে থাকে। স্মৃতি গুলো থেকে যায়। তাই সে দিক থেকে হীরের চেয়ে আর ভাল কিছু আছে বলে মনে হয় না। শ্যামসুন্দর কোং জুয়েলার্স গত কয়েক বছর ধরে চেষ্টা করেছে গ্লিটারিয়া নামক তাদের নিজস্ব হীরের ব্রান্ড’কে সহজলভ্য দামে বাজারজাত করার জন্য এবং মানুশের কাছে নিয়ে যাওয়ার জন্য। এর পথ চলা যাতে খুবই মসৃণ হয়, সুন্দর হয় পরম মঙ্গলময় ঈশ্বরের কাছে এই প্রার্থনা করেন তিনি। এদিন মন্ত্রী ঐতিহ্যের অধিকারি এই প্রতিষ্ঠানের কর্ণধার এবং এর সাথে যুক্ত প্রত্যেককে আন্তরিক ভাবে ধন্যবাদ জানান দীর্ঘ ৬৫ বছর ধরে এ ভাবে এই প্রতিষ্ঠানকে আগলে ধরে রাখার জন্য। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার অর্পিতা সাহা এবং রুপক সাহা। এছাড়া ছিলেন কোম্পানির ব্রান্ড এম্বাসেডর দর্শনা প্রমুখ। প্রতিষ্ঠানের কর্ণধার রুপক সাহা এই উপলক্ষে জানান যে তাদের নিজস্ব এই হীরের গয়নার দাম শুরু হয়েছে মাত্র ১০ হাজার টাকা থেকে। তিনি গ্রাহকদের তাদের শোরুমে এসে এই হীরের সম্ভার দেখে সাধ্য মত ক্রয় করার জন্য আহ্বান জানান।
AKB TV News
04.02.2025