আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আগামী ৬ই এপ্রিল নব নির্মিত পামবান রেল সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি, 

    আগামী ৬ই এপ্রিল রাম নবমী। এই উপলক্ষে এদিন রামানাথপুরমকে রামেশ্বরম দ্বীপের সাথে সংযুক্তকারী নব নির্পামিত পামবান রেল সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এব্যাপারে বুধবার দক্ষিণ রেলওয়ের জেনারেল ম্যানেজার আর.এন. সিং রামেশ্বরমে সাংবাদিকদের বলেন, নতুন সেতুটি উদ্বোধনের পর প্রধানমন্ত্রী এখানে একটি জনসভায়ও ভাষণ দেবেন। প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এদিন জোরদার করা হবে নিরাপত্তা ব্যবস্থা।



    Akb tv news  

    26.03.2025


    3/related/default