আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বহু দরিদ্র পরিবার রেশন সুবিধা থেকে বঞ্চিত, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি: 

     যে রেশন কার্ড গুলি দেওয়া হয় দরিদ্র পরিবারগুলির জন্য। তার অপব্যবহারের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করল দেশের সুপ্রিম কোর্ট। সরকারি প্রকল্প অযোগ্যরা পান বলে সাধারণ মানুষ এমন অভিযোগ করে থাকেন। বুধবার প্রায় একই ধরনের শঙ্কা প্রকাশ করল দেশের শীর্ষ   আদালত। নিয়ম অনুযায়ী রেশন কার্ডের মাধ্যমে দারিদ্রসীমার নিচে থাকা পরিবারগুলির কাছে প্রয়োজনীয় রেশন সামগ্রী পৌঁছে দেওয়া হয়। যদিও সুপ্রিম কোর্টের প্রশ্ন, ভর্তুকিযুক্ত পণ্যের এই পরিষেবা অযোগ্যেরাও পাচ্ছেন না তো। সেক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন দেশে দরিদ্রসীমার নিচে থাকা বহু মানুষ।এমনকি অনেক পরিযায়ী শ্রমিক রেশনের সুবিধা পাচ্ছেন না। যদিও তাঁরা এই পণ্য পরিষেবা পাওয়ার যোগ্য বলে জানায় আদালত। এদিন পরিযায়ী শ্রমিকদের সমস্যা নিয়ে একটি  স্বতঃপ্রণোদিত মামলায় বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের বেঞ্চে এই প্রশ্ন ওঠে।



    AKB TV News

    20.03.2025 


    3/related/default