নিজস্ব প্রতিনিধি:
পুলিশের কোষাগারের টাকা নিজেদের অ্যাকাউন্টে নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় ৪ পুলিশ কর্মী সহ ৫ জনকে। সিপাহীজলা এসপি অফিসে দুর্নীতি কান্ডে তাদের গ্রেফতার করা হয় শুক্রবার রাতে। শনিবার তাদেরকে আদালতে পেশ করা হয়। সিপাহীজলা জেলা পুলিশ সুপার অফিসের আর্থিক কেলেঙ্কারি ঘটনায় বিশ্রামগঞ্জ থানার পুলিশ এদিন গভীর রাতে ৫ অভিযুক্তকে গ্রেফতার করে। তাদের মধ্যে ৪ জন পুলিশ কর্মী বলে জানা গেছে। অভিযুক্তরা হল- জন দেববর্মা,সুচিত্রা সিনহা, খোকন দে, কনস্টেবল হরিনাথ দেববর্মা ও বহিরাগত যুবক খনিলাল দেববর্মা। জানা যায়, ১৫ লক্ষ টাকা অসদ উপায়ে আত্মসাৎ করেছে অভিযুক্তরা।গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।
AKB TV News
01.03.2025

