Type Here to Get Search Results !

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার বড় সিদ্ধান্ত।। ১০০ টাকা ও ২০০ টাকার নোটে আসতে চলেছে বিরাট বদল।। AKB TV News


 

নিজস্ব প্রতিনিধি:

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার বড়সড় সিদ্ধান্ত। ১০০ টাকা ও ২০০ টাকার নোটে আসতে চলেছে বিরাট বদল। বাজারে আনা হবে ১০০ ও ২০০ টাকার নতুন নোট। ১০০ ও ২০০ টাকার নতুন নোট বাজারে আনা হবে বলে সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া জানিয়েছে  সেই নতুন নোটে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। আরবিআই জানিয়েছে, এবার থেকে ১০০ টাকা ও ২০০ টাকার নতুন নোটে বদলে যাবে গভর্নরের স্বাক্ষর। এতদিন শক্তিকান্ত দাসের স্বাক্ষর থাকত। এবার ১০০ ও ২০০ টাকার নোটে আরবিআইয়ের নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রার স্বাক্ষর থাকবে। ভারতীয় মুদ্রায় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের সই থাকা বাধ্যতামূলক। এই স্বাক্ষর অন্যতম প্রমাণ যে হাতে থাকা নোটটি আসল। প্রসঙ্গত, ২০২৪ সালে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসাবে শক্তিকান্ত দাসের মেয়াদ শেষ হয়েছে। তার জায়গায় নতুন গভর্নর হয়েছেন সঞ্জয় মালহোত্রা। তাই টাকার নোটেও এবার সই বদল হবে। তবে নতুন নোট বাজারে আনার পর পুরনো ১০০ ও ২০০ টাকার নোটগুলি বাতিল হয়ে যাবে না। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, পুরনো ১০০ ও ২০০ টাকার নোট, যাতে প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসের সই রয়েছে, তা বৈধ থাকবে। সেই নোট ব্যবহারে কোনও সমস্যা হবে না। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালে নোটবন্দির সময় ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করা হয়েছিল। সেই সময়ই ১০০ ও ২০০ টাকার নতুন নোটের সিরিজ চালু হয়েছিল।

 

 

AKB TV News

14.03.2025 

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.