নিজস্ব প্রতিনিধি:
ত্রিপুরা রাজ্যের উদয়পুরে রবিবার প্রাথমিক ভাবে ৫০ কোটি টাকা ব্যয়ে হতে যাওয়া মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক ভূমি পূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে এই ওপেন বিশ্ববিদ্যালয়ের ভূমি পূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায়ের হাত ধরে। ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, উপজাতি ও সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ আরো অন্যান্য অতিথিগণ। ফলক উন্মোচনের পর প্রদীপ প্রজ্জ্বলন করে ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ সূচনা করেন অর্থ মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, উপজাতি ও সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি স্পসরিং বডির চেয়ারম্যান হেমন্ত গোয়াল, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়ক কিশোর বর্মন, গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ আরো অনেকে। এই অনুষ্ঠানে অর্থমন্ত্রী তার বক্তব্যে বর্তমান রাজ্য সরকারের একের পর এক উন্নয়নমূলক কাজের দিক তুলে ধরেন।
AKB TV News
02.03.2025