আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে অমরপুর- গন্ডাছড়া সড়ক অবরোধ করেন পুনর্বাসনপ্রাপ্ত রিয়াং শরনার্থীরা।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,  

    দীর্ঘ ৬ মাস ধরে জল সরবরাহ বন্ধ। তাই প্রচন্ড জল কষ্টে ভুগছে ব্রু পরিবারগুলো। তাই বাধ্য হয়ে বিদ্যুৎ পরিষেবা এবং পানীয় জলের দাবিতে বৃহস্পতিবার অমরপুর- গন্ডাছড়া সড়কের পশ্চিম কালাঝারি এলাকায় সড়ক অবরোধে বসেন পুনর্বাসনপ্রাপ্ত রিয়াং শরনার্থীরা। অবরোধের জেরে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। এরফলে যাত্রীরা চরম দূর্ভোগের শিকার হন। এদিকে, খবর পেয়ে  ঘটনাস্থলে ছুটে যান প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা। জানা গেছে, ছয় মাস ধরে গাড়িতে করে জল সরবরাহ বন্ধ হয়ে রয়েছে। এমনকি, বিদ্যুৎ আছে নামে মাত্র। তাও আবার লো ভল্টেজ।  তাও দিনের বেশির ভাগ সময় লাগামহীন লোডশেডিং চলে, বলে অভিযোগ। একাধিকবার সমস্যা সমাধান করতে প্রশাসনের নিকট আর্জি জানানো হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়না। তাই এদিন বাধ্য হয়ে ভোর থেকে অমরপুর- গন্ডাছড়া সড়কের পশ্চিম কালাঝারি এলাকায় সড়ক অবরোধে সামিল হয়েছেন পুনর্বাসনপ্রাপ্ত রিয়াং শরনার্থীরা। তাঁদের দাবি, যত তাড়াতাড়ি সম্ভব  পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা প্রদান করা হোক।


    Akb tv news  

    27.03.2025


    3/related/default