নিজস্ব প্রতিনিধি:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর প্রক্রিয়া জারি রয়েছে। এরই
অঙ্গ হিসেবে আমেরিকার পর এবার শ্রীলঙ্কা সফরের পালা প্রধানমন্ত্রীর।সূত্রের খবর,
আগামী এপ্রিল মাসের গোড়াতেই শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বিজিতা হেরাথ এই তথ্য নিশ্চিত করেছেন। তবে
নয়াদিল্লির পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এটি হবে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চতুর্থ শ্রীলঙ্কা সফর। এর আগে ২০১৫, ২০১৭ ও ২০১৯
সালে তিনি শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন। জানা গেছে, আসন্ন শ্রীলঙ্কা সফরে দেশের পূর্বাঞ্চলের ত্রিঙ্কোমালি জেলার সামপুরে একটি
সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৩৫ মেগাওয়াট
ক্ষমতাসম্পন্ন এই সৌরবিদ্যুৎ কেন্দ্রটি ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা এনটিপিসি ও
শ্রীলঙ্কার বিদ্যুৎ উৎপাদন সংস্থার যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে।
AKB TV News
16.03.2025