আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দীর্ঘ ৯ মাস পর পৃথিবীতে ফিরতে চলেছেন আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গী বুচ উইলমোর।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধি:

    দীর্ঘ ৯ মাসের অপেক্ষার অবসান ঘটতে চলেছে বুধবার। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর। ৯ মাস পর তাঁরা পৃথিবীতে ফিরতে চলেছেন পাকাপাকি ভাবে। ফিরবেন বুধবার। আমেরিকার ফ্লরিডার উপকূলে স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মিনিটে তাঁরা নামবেন। ভারতের ঘড়িতে ওই সময় বুধবার ভোর সাড়ে ৩টা। প্রসঙ্গত, রবিবার সকালে সুনীতাদের ফেরাতে মহাকাশ স্টেশনে পৌঁছেছিল স্পেসএক্সের ড্র্যাগন যান। তাতে ছিলেন আরও চার নভশ্চর। সুনীতারা তাঁদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে ফিরবেন। আগামী কিছু দিনের জন্য মহাকাশ স্টেশন পরিচালনার দায়িত্ব থাকবে ওই চার মহাকাশচারীর উপর। তাঁরা হলেন নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ। এছাড়াও সুনীতা উইলিয়ামস এবং বুচের সঙ্গে পৃথিবীতে ফিরছেন নাসার নিক হগ এবং রুশ নভশ্চর আলেকজান্ডার গর্বুনভ।



    AKB TV News

    17.03.2025 

     

    3/related/default