আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিএসএফ'র গুলিতে নিহত এক বাংলাদেশী পাচারকারী ।। আহত এক বি এস এফ জওয়ান ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি: 

    বিএসএফ'র গুলিতে নিহত হল বাংলাদেশি এক পাচারকারী। তার নাম মহম্মদ আলামিন। তার     বাড়ি বাংলাদেশের পুটিয়ার পূর্ব পাড়ায়। ঘটনার পর বিএসএফ জওয়ানরা তাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় গুরুতর আহত হন এক বি এস এফ জওয়ান। শুক্রবার রাত ৭টা নাগাদ সিপাহিজলা জেলার বিওপি পুটিয়ার ১৪৬ নম্বর গেইটে এই ঘটনাটি ঘটে। এদিন সিপাহীজেলা জেলার বিওপি পুটিয়া এলাকায় বিপি রেফারেন্স এর কাছে ২০ থেকে ২৫ জন বাংলাদেশি দুর্বৃত্ত ভারতীয় ভূ-খণ্ডে অনুপ্রবেশ করে এবং ভারতীয় দুর্বৃত্তদের সাথে পাচারে লিপ্ত হয় বলে অভিযোগ। তখনই টহলরত বিএসএফ জওয়ানরা পাচারকারীদের উপর আক্রমণ করে। গুরুতর আহত হন এক বিএসএফ জওয়ান। পরবর্তী সময়ে আবারও ওই দলটির উপর আক্রমণ করা হয়। সেই সময় দুর্বৃত্তরা বিএসএফ জওয়ানদের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন নিজের জীবন রক্ষার্থে, বিএসএফ জওয়ানরা আত্মরক্ষার জন্য গুলি চালায়। এই ঘটনায় বাংলাদেশি এক নাগরিকের মৃত্যু হয়।  



    AKB TV News

    01.03.2025  

    3/related/default