Type Here to Get Search Results !

ত্রিপুরার জনগণের বিকাশের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন চেষ্টা বাকি রাখেন নি।। একের পর এক উন্নয়ন করে চলেছেন তিনি।। জনসভায় বিজেপি’র সর্বভারতীয় সভাপতি।।AKB TV News


 

নিজস্ব প্রতিনিধি:

ত্রিপুরার জনগণের উন্নয়ন বা বিকাশের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন চেষ্টা বাকি রাখেন নি। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিপ্লব দেব ও রাজীব ভট্টাচার্যকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন ইউ পি এ সরকারের সময় থেকেও আমাদের সরকার ৫ শতাংশ কর ছাড় দিয়েছে। ২০১৪ সালে আপনারা রাজ্যের বিকাশ বা উন্নয়নের জন্য ৯ হাজার কোটি টাকা পেতেন। আর এখন আপনারা সাড়ে ছেচল্লিশ কোটি টাকা পাচ্ছেন, এটা আপনাদের মনে রাখতে হবে।রবিবার রাজধানির স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত জনসভায় জনগণের উদ্দেশ্যে একথা বললেন বিজেপি’র  সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জেপি নাড্ডা। এদিন অনুষ্ঠান মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও সাংসদ রাজীব ভট্টাচার্য থেকে শুরু করে রাজ্যসভার সকল মন্ত্রীরা উপস্থিত ছিলেন। 



  

AKB TV News

09.03.2025