রেগার কাজ করেও মিলছে না মজুরি ।। শ্রমিকরা ক্ষুব্ধ ।। AKB TV News

আরশি কথা


 

নিজস্ব প্রতিনিধি: 

তিন মাস ধরে রেগার মজুরি থেকে বঞ্চিত শ্রমিকরা। তারা রেগার কাজ করেও তিন মাস ধরে কোন রকম মজুরি পাচ্ছেন না। গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা পাল কলোনি ৬ নং ওয়ার্ডের রেগা শ্রমিকরা কাজ করেও মজুরি না পাওয়ায় তাদের মধ্যে চাপা ক্ষোভের সঞ্চার হয়েছে।ওই এলাকার রেগা শ্রমিকরা শনিবার সকালে অভিযোগ করে বলেন, গত তিন মাস আগে তারা তাদের এলাকায় রেগার কাজ করেছিলেন।কিন্তু এখনও সেই কাজের মজুরি পাননি। শ্রমিকরা কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের GRS-এর কাছে মজুরি না পাওয়ার কারণ জানতে চাইলে শ্রমিকদের বলা হয় তহবিলে নাকি টাকা নেই। অর্থাৎ তহবিল শূন্য।তাই রেগা শ্রমিকরা কাজের মজুরি পাচ্ছেন না।শ্রমিকদের বক্তব্য, যদি রেগা প্রকল্পের তহবিলে টাকা না-ই থাকে তাহলে কেন তারা কাজ করিয়েছে? আর এখন কাজ করিয়ে সময়মত টাকা পাচ্ছেন না তারা। অতি শীঘ্রই যেন তাদের মজুরি মিটিয়ে দেওয়া হয়, তার জন্য দাবি জানিয়েছেন শ্রমিকরা।  


AKB TV News

22.03.2025 


3/related/default