নিজস্ব প্রতিনিধি:
পাসপোর্টের ক্ষেত্রে নয়া নিয়ম আনল কেন্দ্র।এবার থেকে পাসপোর্ট পেতে গেলে বাধ্যতামূলক হচ্ছে জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট।
১৯৮০ সালের পাসপোর্ট আইনে সংশোধনী আনতে চলেছে কেন্দ্র সরকার। নতুন নিয়মে স্পষ্ট জানিয়ে
দেওয়া হয়েছে, ২০২৩ সালের ১লা অক্টোবর বা তার পর জন্ম নিয়েছেন এমন কোনও আবেদনকারী পাসপোর্টের
আবেদন করতে গেলে বাধ্যতা মূলকভাবে তাকে দিতে হবে জন্ম শংসাপত্র। বিদেশ মন্ত্রকের
তরফে গত ২৪শে ফেব্রুয়ারি এই সংক্রান্ত এক বিবৃতি জারি করা হয়েছে। যেখানে স্পষ্ট জানানো
হয়েছে, ১৯৬৭ সালের পাসপোর্ট আইনের ২৪ নং ধারার অধীনে পুরনো নিয়মে বদল আনা হচ্ছে। ২০২৫
সালের পাসপোর্ট আইনে কার্যকর হবে নয়া বিধি। নয়া নিয়ম চালু করার দিন থেকেই কার্যকর হবে
এই সংশোধনী।
AKB TV News
02.03.2025