আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দেশের নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে পুলিশ সাংবিধানিকভাবে বাধ্য।। সুপ্রিম কোর্ট ।। AKB TV News

    আরশি কথা



     


    নিজস্ব প্রতিনিধি,  

    দেশের প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার ও বাক স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব পুলিশের উপর। সেই দায়িত্ব পালনে পুলিশ অফিসারদের ওয়াকিবহাল করে তোলার দায়িত্ব রাজ্যগুলির। প্রসঙ্গত, কংগ্রেসের রাজ্যসভার সদস্য ইমরান প্রতাপগরহি’র একটি ইনস্টাগ্রাম পোস্টের পরিপ্রেক্ষিতে গুজরাট পুলিশের করা এফআইআর খারিজ করতে গিয়ে এই অভিমত  বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার। উল্লেখ্য, ৭৮ বছর আগে সংবিধান কার্যকর হলেও পুলিশ অফিসারদের হামেশাই দেখা যায় সাংবিধানিক দায়-দায়িত্ব সম্পর্কে যথেষ্ট সচেতন নন। তাই পুলিশ অফিসারদের সেই সাংবিধানিক আদর্শ সম্পর্কে ওয়াকিবহাল করার স্বার্থে পর্যাপ্ত প্রশিক্ষণ দানের জন্য রাজ্যগুলিকে আদালতের নির্দেশ। প্রতিটি অভিযোগ আসার পর অভিযোগের  প্রতিটি শব্দ মনোযোগ সহকারে শুনতে এবং অফিসারদের পড়তে হবে। দেখতে হবে সত্যিই সেখানে গ্রহণযোগ্য অপরাধ হয়েছে কিনা। তিন থেকে সাত বছর পর্যন্ত কারাবাসের সাজা হতে পারে এমন অভিযোগের ক্ষেত্রে এফআইআর করার আগে পুলিশকে অবশ্যই প্রাথমিক একটি তদন্ত করতে হবে। সেই তদন্ত না করার অর্থ ফৌজদারি আইনের নিয়ম না মানা এবং একই সঙ্গে সাংবিধানিক স্বাধীনতা রক্ষার দায়িত্ব পালনে ব্যর্থতা। শান্তি শৃঙ্খলা, নৈতিকতা ও শালীনতা বজায় রাখার জন্য পুলিশ প্রয়োজনে যুক্তিপূর্ণ নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। কিন্তু সেই নিয়ন্ত্রণ কখনোই স্বেচ্ছাচারী, খেয়ালি বা নিপীড়ন মূলক হওয়া চলবে না। দেখতে হবে যে, সেই নিয়ন্ত্রণ যেন নাগরিকের ন্যায্য স্বাধীনতায় প্রভাব না পড়ে, এমনই অভিমত শীর্ষ আদালতের।


    Akb tv news  

    29.03.2025




    3/related/default