নিজস্ব প্রতিনিধি:
দ্বিতীয় দফায় বিজেপি সরকারের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আগামী ৯ই মার্চ এক
বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে।এই উপলক্ষে
বুধবার বিজেপি প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।সাংবাদিক সম্মেলনে
উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী রতন লাল নাথ,
দলের রাজ্য সম্পাদক ভগবান দাস ও বিধায়ক শম্ভু লাল চাকমা সহ দলের অন্যান্য নেতৃত্বরা।সাংবাদিক
সম্মেলনে প্রদেশ বিজেপি সভাপতি বলেন, মোদি’জির সবকা সাথ সবকা বিকাশ শ্লোগানকে সামনে
রেখে আমাদের সরকার বিগত দু’বছরে রাজ্যের মহিলা, যুবক, আমাদের কৃষক, শ্রমিক, সরকারি
কর্মচারী সমাজের প্রতিটি অংশের মানুষের জন্য কিছু না কিছু পরিকল্পনার মাধ্যমে কাজ করে
চলেছে। বিকশিত ভারত শ্লোগানকে সামনে রেখে আমাদের সরকার কাজ করছে। এরজন্য রাজ্য সরকারকে
ধন্যবাদ জানিয়েছেন তিনি।
AKB TV News
05.03.2025