আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আছড়ে পড়ল ডোনাল্ড ট্রাম্পের ‘শুল্ক-বোমা’।। সেই তালিকায় রয়েছে ‘বন্ধু’ ভারতও।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    বুধবার গভীর রাতে আছড়ে পড়ল ডোনাল্ড ট্রাম্পের ‘শুল্ক-বোমা’। রাশিয়াকে ছাড় দিয়ে ভারত, চিন, ব্রিটেন-সহ নানা দেশের উপর কর চাপানোর কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নয়াদিল্লির উপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “ওরা যা কর চাপায় এটা তার অর্ধেক। আমরা ছাড় দিয়ে শুল্কের পরিমাণ নির্ধারণ করেছি।” তাৎপর্যপূর্ণ ভাবে, এই শুল্ক ঘোষণার দিনটিকে ট্রাম্প আগেই ‘মুক্তি দিবস’ হিসাবে ঘোষণা করেছিলেন। ২০২৪  সালের নভেম্বর মাসে নির্বাচন জিতে ফের আমেরিকার মসনদে বসেন ট্রাম্প। আর ক্ষমতায় ফিরেই তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, যে দেশ আমেরিকার পণ্যে যতটা শুল্ক চাপিয়ে থাকে, ২রা  এপ্রিল থেকে সেই দেশের পণ্যে পালটা তার উপযুক্ত শুল্ক চাপানো হবে। সেই মতই বুধবার ভারতীয় সময় রাত দেড়টা নাগাদ ‘পারস্পরিক শুল্ক’ ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের পণ্যের উপর ২৬ শতাংশ, চিনে থেকে আমদানি করা পণ্যের উপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেছে হোয়াইট হাউস।এই শুল্ক নিয়ে বিস্তারিত জানানোর সময়ই ট্রাম্প বলেন, “ছাড় রেখেই এই শুল্কের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। এই দেশগুলো যা কর চাপায় এটা তার অর্ধেক। আমরা ছাড় দিয়েই শুল্ক চাপিয়েছি।’ কথা বলতে বলতে উঠে ভারতের প্রসঙ্গও। তিনি বলেন, “ভারতের  শুল্কের পরিমাণ খুবই বেশি। তবে সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমার খুব ভালো বন্ধু। সম্প্রতি তিনি আমেরিকা থেকে ঘুরেও গিয়েছেন। তখন আমি তাঁকে বলেছিলাম, শুল্কের ব্যাপারে আপনারা আমেরিকার সঙ্গে ঠিক করছেন না। ভারত আমাদের থেকে ৫২ শতাংশ কর নেয়। কিন্তু ছাড় দিয়ে তার অর্ধেক মানে ২৬ শতাংশ শুল্ক চাপাচ্ছি বলে মার্কিন প্রেসিডেন্ট জানান।”



    Akb tv news  

    03.04.2025


    3/related/default