নিজস্ব প্রতিনিধি,
টেসলা ও স্পেসএক্সের সিইও মার্কিন ধনকুবের এলন মাস্কের সঙ্গে ফোনে কথা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। শুক্রবার নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডলে এমনটাই জানিয়েছেন। গত ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী আমেরিকা সফরের সময় ওয়াশিংটনে বৈঠক হয়েছিল দু’জনের। কথা হয়েছিল নানা বিষয়ে। এদিন মোদি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘এলন মাস্কের সঙ্গে কথা হয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি আমি। এর মধ্যে এই বছরের শুরুতে ওয়াশিংটন ডিসিতে আমাদের বৈঠকে আলোচিত বিষয়গুলিও রয়েছে। আমরা প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতার বিরাট সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। ভারত এই ক্ষেত্রগুলিতে আমেরিকার সাথে অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।’
Akb tv news
18.04.2025