নিজস্ব প্রতিনিধি,
জনগণের উন্নয়নমূলক কাজে প্রভাবশালীদের বাঁধা বরদাস্ত করা হবে না। তারপরও বাঁধা দেওয়ার চেষ্টা করলে আইনি পথে হাটতে বাধ্য হবে নিগম। শুক্রবার রাজধানীর আইজিএম চৌমুহনী থেকে ওরিয়েন্ট চৌমুহনী কভার ড্রেনের কাজ পরিদর্শনে গিয়ে এমনটাই হুশিয়ারী দিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনি বলেন, বেশ কিছুদিন ধরে আগরতলা স্মাট সিটির অধীনে আইজিএম চৌমুহনী থেকে ওরিয়েন্ট চৌমুহনী কভার ড্রেনের কাজ চলছে। প্রাকৃতিক দূর্যোগে জলমগ্ন শহরের জনগণকে বাঁচাতেই এই উদ্যোগ নিয়েছে নিগম। কিন্তু আশ্চর্যের বিষয়, সরকারি কাজে বাঁধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মেয়রের অভিযোগ, আইজিএম চৌমুহনী থেকে ওরিয়েন্ট চৌমুহনী পর্যন্ত যে কভার যে নির্মাণ হচ্ছে তার মধ্যে বাধা দেওয়া হচ্ছে। ইঞ্জিনিয়ারদের কাজ করতে দেওয়া হচ্ছে না। তাই এদিন ড্রেন নির্মাণের কাজ পরিদর্শনে গিয়েছেন মেয়র সহ পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডঃ বিশাল কুমার সহ উচ্চপদস্থ আধকারিকরা। এদিন মেয়র বলেন, কেউ যদি নিজেকে জাহির করার চেষ্টা করে সরকারি কাজে বাধা দেয়। তাহলে যত বড়ই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন তোয়াক্কা করা হবে না । সরকার আইনি পথে হাটতে বাধ্য হবে বলে জানান তিনি।
Akb tv news
118.04.2025