নিজস্ব প্রতিনিধি,
শুক্রবার
বারাণসীতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী আয়ুষ্মান
ভারত যোজনার সুফল তুলে ধরলেন জনসমক্ষে। তিনি বলেন, এখন আয়ুষ্মান কার্ডের মাধ্যমে
চিকিৎসার খরচ বহন করবে সরকার।“যখন আপনারা আমাদের তৃতীয়বারের জন্য আশীর্বাদ
করেছেন, তখন আমরাও ভালোবাসার সঙ্গে সেবক হিসেবে আমাদের কর্তব্য পালন করেছি। আমার
গ্যারান্টি ছিল, বয়স্কদের চিকিৎসা বিনামূল্যে হবে। এরই ফলাফল হয়েছে আয়ুষ্মান
ভায়া বন্দনা যোজনা। এই প্রকল্পটি বয়স্কদের চিকিৎসার পাশাপাশি তাদের সম্মানের
জন্যও।”প্রধানমন্ত্রী বলেন, “এখন চিকিৎসার জন্য জমি বিক্রি করার দরকার নেই, ঋণ নেওয়ার
প্রয়োজন নেই, চিকিৎসার জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়ানোর দরকার নেই। এখন সরকার
আয়ুষ্মান কার্ডের মাধ্যমে আপনার চিকিৎসার খরচ বহন করবে বলে প্রধানমন্ত্রী জানান।
Akb tv news
11.04.2025