Type Here to Get Search Results !

গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে।। থানায় মামলা।। AKB TV News


নিজস্ব প্রতিনিধি,

ফের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠল তার স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে। মৃতার নাম স্নেহা সূত্রধর। অভিজুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে মৃতার পরিবারের লোকজনেরা। ঘটনা আড়ালিয়ার সুভাষপল্লী এলাকায়। গত তিন মাস আগে শহরতলির আড়ালিয়াস্থিত সুভাষপল্লী এলাকার বাসিন্দা সুজিত সূত্রধরের মেয়ে স্নেহা সূত্রধর ভালবেসে বিয়ে করে সুভাষপল্লী এলাকারই বাসিন্দা বান্টি ঘোষ নামে এক যুবককে। মেয়ের বাড়ির লোকজনদের মাধ্যমে জানা গেছে, অনেকদিন ধরেই তাদের মধ্যে  ভালবাসার সম্পর্ক ছিল। সেই মোতাবেক মেয়ের বাড়ি থেকে সম্পর্কের কথা জানতে পেরে ওই ছেলের সাথে সামাজিক ভাবে বিয়ে দেওয়ার কথাও ঠিক হয়। তখন ছেলের বাড়ির তরফ থেকে মেয়ের বাবার কাছে নগদ ৫০ হাজার টাকা এবং একটি বাইক যৌতুক হিসেবে চাওয়া হয়। একথা শুনে মেয়ে তখন বিয়ে থেকে পিছিয়ে যায় এবং ছেলের সাথে কোন সম্পর্ক রাখেনি বলে জানা গেছে। একদিন হঠাৎ ছেলের মা মেয়েকে রাস্তায় দেখতে পেয়ে বলে যে তুমি যদি আমার ছেলেকে না বিয়ে কর, তাহলে আমার ছেলে নিজের জীবন দিতে পারে, তখন দায়ী থাকবে তুমি। একথা   শুনে মেয়ে ভয় পেয়ে যায়। এরপর একদিন বান্টি ঘোষ মেয়েটিকে উঠিয়ে নিয়ে যায়।এরপর তারা পালিয়ে বিয়ে করে বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে মেয়ের বাপের বাড়ির লোকজন শুনতে পায় তাদের মেয়ে নাকি নিজের জীবন দিয়েছে। মেয়ের বাবার অভিযোগ, বিয়ের তিন মাসের মধ্যে  মেয়ে এরকমটা করতে পারে তিনি বিশ্বাস করতে পারছেন না। উনার সন্দেহ স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজনেরা মেয়েকে কিছু একটা করে মেরে ফেলেছে।এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এরপর মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠিয়ে দেয়।শুক্রবার ময়না তদন্তের পর মৃতদেহ মৃতার বাপের বাড়ির হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃতার পরিবারের লোকজনেরা। এখন দেখার পুলিশ কি পদক্ষেপ নেয়।

  

 

 Akb tv news 

25.04.2025

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.