নিজস্ব প্রতিনিধি,
শনিবার রাজধানীর প্রদেশ কংগ্রেস ভবনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস
মাইনোরিটি ডিপার্টমেন্টের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রদেশ
কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তাছাড়াও আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ
রায় বর্মন সহ মাইনরিটি ডিপার্টমেন্টের নেতৃত্বরা। সভায় বিধায়ক সুদীপ রায় বর্মণ তার
ভাষণে বলেন, এই সংবিধান রক্ষা কর। মধ্য যুগের বর্বরতা যেন পুনরায় শুরু না হয়, সেটা
সুনিশ্চিত কর। ধর্মের নামে যাতে কোন প্রানহানির ঘটনা না ঘটে। মসজিদ মন্দিরে লড়াই যেন
না হয়। তোমরা সবাই এই সংবিধানের উপর আস্থা রেখে দেশ গড়ার কাজে নিয়োজিত হও বলে তিনি
জানান।
Akb tv news
19.04.2025