নিজস্ব প্রতিনিধি,
এবার বাড়ল পেট্রোপন্য তথা পেট্রোল ও ডিজেলের
আবগারি শুল্ক। দু’টির ক্ষেত্রেই সোমবার থেকে লিটার প্রতি দু’টাকা দাম বাড়ানো হয়েছে।
এদিন অর্থ মন্ত্রকের রাজস্ব বিভাগের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো
হয়েছে। এরপর থেকেই জল্পনা শুরু হয়েছে, তবে কি আবার দাম বাড়বে পেট্রোল-ডিজেলের?
এদিকে, এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, গ্রাহকরা এই বৃদ্ধির প্রভাব অনুভব করবেন না। কেননা
তেল বিপণন সংস্থাগুলি সম্ভবত এই খরচ বহন করবে বলেই আশা করা হচ্ছে। এরফলে কিছুটা হলেও
স্বস্তিতে গ্রাহকরা।
Akb tv news
07.04.2025