নিজস্ব প্রতিনিধি,
অবশেষে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা
পর্ষদের আবেদনে মিলল সাড়া। পড়ুয়াদের কথা ভেবে বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট।
দাগি হিসেবে চিহ্নিত নন, এমন শিক্ষক-শিক্ষিকাদের চলতি বছর ৩১শে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিল সুপ্রিম
কোর্ট। তবে শর্তসাপেক্ষে নরম হল শীর্ষ আদালত। শীর্ষ আদালতের নির্দেশে ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকারা
স্কুলে ফিরতে পারলেও অশিক্ষক কর্মীরা স্কুলে যোগ দিতে পারবেন না।একযোগে প্রায় ২৬
হাজার শিক্ষক-অশিক্ষক কর্মীর চাকরি বাতিলে ভেঙে পড়তে পারে পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষা
ব্যবস্থা। তাই সুপ্রিম রায়ে অন্তর্বর্তীকালীন পরিবর্তন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ
হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। সেই আবেদনের শুনানিতে বৃহস্পতিবর কিছুটা হলেও নরম হল সুপ্রিম
কোর্ট। তবে দু’টি শর্ত আরোপ করেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। এক, ৩১ মে-র মধ্যে
রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে যে তারা চলতি
বছরেই নিয়োগ প্রক্রিয়া শেষ করবেন। দুই, ৩১শে ডিসেম্বরের মধ্যে গোটা নিয়োগ প্রক্রিয়া
শেষ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ শেষ করতে না পারলে কড়া ব্যবস্থা নেওয়া
হবে। প্রসঙ্গত উল্লেখ্য, গত শুনানিতে ‘সুপ্রিম’ নির্দেশ ছিল তিনমাসের মধ্যে নিয়োগ
প্রক্রিয়া শেষ করতে হবে। বৃহস্পতিবারের রায়ে সেই সময়সীমা বাড়ানো হল।তাতে কিছুটা হলেও
স্বস্তিতে চাকরি হারা শিক্ষক-শিক্ষিকারা।
Akb tv news
17.04.2025