আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পনের জন্য নির্যাতনের শিকার হয়ে নিজের জীবন দিল গৃহবধূ।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধি,

    পনের শিকার হয়ে নিজের জীবন দিল এক গৃহবধূ। বিয়ের তিন মাস পর থেকেই বাপের বাড়ি  থেকে দুই লক্ষ টাকা এনে দেওয়ার জন্য শ্বশুর বাড়িতে চলে চরম অত্যাচার। এই জ্বালা সহ্য করতে না পেরে রেলে ঝাঁপ দিয়ে নিজের জীবন দিল ওই তরুণী গৃহবধূ। এই ঘটনাটি ঘটেছে  চুরাইবাড়ি থানাধীন গোবিন্দপুর এলাকার ছয় নং ওয়ার্ডে। ঘটনার বিবরণে জানা গেছে, চুরাইবাড়ি থানাধীন গোবিন্দপুর এলাকার ছয় নং ওয়ার্ডের বাসিন্দা বেনু শুক্লবৈদ্য ও মিরা শুক্ল বৈদ্যের মেয়ে মনিকা শুক্লবৈদ্য ২০২৩ সালে সামাজিক রীতি অনুযায়ী কৈলাসহরের ভাগ্যপুর গ্ৰামের শশধর শুক্লবৈদ্যের ছেলে শঙ্কু শুক্লবৈদ্যের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের তিন মাস পর থেকেই  শ্বশুর, শ্বাশুড়ীর সহযোগিতায় স্বামী শঙ্কু শুক্লবৈদ্য গৃহবধূ মনিকার উপর চরম অত্যাচার শুরু করে  পনের জন্য। তখন বলা হয় বাপের বাড়ি থেকে দুই লক্ষ টাকা এনে দেওয়ার জন্য। অথচ গৃহবধূর স্বামী ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। ইতিমধ্যে গৃহবধূ অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তখন সে শ্বশুর বাড়ির জ্বালা সহ্য করতে না পেরে অন্তঃসত্তা অবস্থায় বাপের বাড়িতে চলে আসে। সেখানে তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয়। এরই মধ্যে দু’পক্ষের মাতব্বরদের মধ্যস্থতায় একাধিকবার শালিশি সভার মাধ্যমে গৃহবধূকে ফের স্বামীর বাড়িতে নেওয়া হয়। তখন দেখা যায় শুধু পনের জ্বালাতন নয়, তাঁর স্বামী একাধিক মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত রয়েছে। এতে অনেক অশ্লীল ছবিও তার মোবাইলে দেখতে পেয়ে তার স্ত্রী মনিকা বারবার প্রতিবাদ করলে সে তার স্ত্রীকে প্রচন্ড মারধর করে বলেও অভিযোগ গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের। এতে সে পুনরায় বাপের বাড়িতে চলে আসে। এমতাবস্থায় শঙ্কু ফের তার কাজে বহিঃরাজ্যে চলে যায়। দীর্ঘ মাস পর গত ১৮ই এপ্রিল শঙ্কু ও ওপর এক ব্যক্তি তার গোবিন্দপুরস্থিত শ্বশুর বাড়িতে আসে এবং সেখানে এসে গৃহবধূ মনিকাকে চরম মারধর করে বাড়ি থেকে বেরিয়ে যায়। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে রাখে গৃহবধূ মনিকা। এরপর থেকেই মনিকা চরম অপমানিত হয়ে নিজেকে শেষ করে দেওয়ার চরম সিদ্ধান্ত নেয়। এদিন সন্ধ্যা রাতে সে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং চলতি ট্রেনের নিচে ঝাঁপ দেয়। পরদিন রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালের হাতে সপে দেয়। বর্তমানে  মৃতার দুই বছরের একটি ফুটফুটে সন্তান রয়েছে। এই মর্মে গৃহবধূর মা মিরা শুক্লাবৈদ্য সমস্ত ঘটনা জানিয়ে চুরাইবাড়ি থানায় লিখিত মামলা দায়ের করেন। এখন দেখার মৃতার অনাথ সন্তান ও তার পরিবার কি আইনী ন্যায় বিচার পায়।

     

    Akb tv news 

    26.04.2025

    3/related/default