আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ভারত সন্ত্রাসের কাছে নতি স্বীকার করবে না।। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    দেশ সন্ত্রাসের কাছে কখনো নতি স্বীকার করবে না। এই নৃশংস জঙ্গি হামলার অপরাধীরা কোন ভাবেই রেহাই পাবে না। বুধবার পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় গর্জে উঠেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত  শাহ। ভূস্বর্গে রক্তের বন্যা।প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের রিসর্টে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এখনও পর্যন্ত ওই হামলায় ২৮ জনের মৃত্যুর খবর জানা গিয়েছে। এই  পরিস্থিতিতে বুধবার সকালে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। শ্রদ্ধা জানান তিনি প্রয়াতদের প্রতি। এরপরই নিজের এক্স হ্যান্ডলে অমিত শাহ লেখেন, ‘ভারী হৃদয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছি পহেলগাঁও হামলার নিহতদের। ভারত সন্ত্রাসের কাছে নতি স্বীকার করবে না। রেহাই পাবে না এই নৃশংস জঙ্গি হামলার অপরাধীরা।’ এদিন নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে  অমিত শাহ তাঁদের আশ্বাস দেন, হামলার সঙ্গে জড়িতদের ধরতে সবরকম প্রচেষ্টা চালাবে সরকার। ঘটনার দিন রাতেই শ্রীনগরে পৌঁছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন তিনি।



    Akb tv news 

    23.04.2025


    3/related/default