আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ইপিএফও থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত তোলার সুযোগ।। শীঘ্রই সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    কেন্দ্রীয় সরকারের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন সদস্যরা এবার অটো সেটলমেন্ট অফ অ্যাডভান্স ক্লেমের ক্ষেত্রে ৫ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন। শীঘ্রই এই সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে এর পরিমাণ ১ লক্ষ টাকা। এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন ইপিএফও-র ৭.৫ কোটি সদস্য। সূত্রের খবর, গত সপ্তাহে ইপিএফও-র কেন্দ্রীয় অছি পরিষদের এক্সিকিউটিভ কমিটির বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের সচিব সুমিতা দাওরা টাকা তোলার সীমা বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছেন বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুসারে, গত ২৮ শে মার্চ শ্রীনগরে অনুষ্ঠিত সভায় ইপিএফও-র কমিশনার রমেশ কৃষ্ণমূর্তিও উপস্থিত ছিলেন। এই সুপারিশ সিবিটি-এর অনুমোদনের পর ইপিএফও সদস্যরা অটো সেটলমেন্ট অফ অ্যাডভান্স ক্লেমের মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত তাঁদের ভবিষ্যৎ তহবিল থেকে আগাম তুলে নিতে পারবেন।


    Akb tv news  

    02.04.2025

     



    3/related/default