আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এবছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন পরিচালিত এবছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হয় বুধবার। এবছর মোট ৫২৯৬ পরীক্ষার্থী রাজ্যের ১৫টি কেন্দ্রে পরীক্ষায় বসে। এদের মধ্যে ২৫১৫ জন ছাত্র এবং ২৭৮১ জন ছাত্রী। আবেদনকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে ৬৪৪ জন পিসিএম গ্রুপের জন্য, ৩০৪৮ জন পিসিবি গ্রুপের জন্য এবং ১৬০৪ জন উভয় গ্রুপের জন্য আবেদন করেছে। এবার পশ্চিম ত্রিপুরা জেলায় আটটি পরীক্ষা কেন্দ্র এবং বাকি সব জেলাতে একটি করে পরীক্ষা কেন্দ্র রাখা হয়েছে। পরীক্ষার সুচি অনুসারে এদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ফিজিক্স এবং কেমিস্ট্রি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর বায়োলজি পরীক্ষা অনুষ্ঠিত হয় দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ১৫ পর্যন্ত। সবশেষে অংক পরীক্ষা অনুষ্ঠিত হয় বেলা তিনটা থেকে তিনটা ৪৫ মিনিট পর্যন্ত।



    Akb tv news 

    23.04.2025


    3/related/default