আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পঞ্চায়েতি রাজ হল গ্রামীণ শাসনের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ।। মুখ্যমন্ত্রী ll AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    গ্রামীণ ভারতের উন্নয়নের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের বিকশিত ভারত নির্মাণের দিশায় কাজ করছে ত্রিপুরা সরকারের পঞ্চায়েত দপ্তর। ত্রি-স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সশক্তিকরণের মাধ্যমে ত্রিপুরা ইতোমধ্যেই দেশে দৃষ্টান্ত স্থাপন করছে.। বিভিন্ন প্যারামিটারে উৎকর্ষতার সূচক বৃদ্ধির পাশাপাশি জাতীয় পঞ্চায়েত পুরস্কারে বিগত বছরে ৭ টি পুরস্কার লাভ তারই প্রমান। এই দিকগুলি শনিবার উঠে আসে জাতীয় পঞ্চায়েত দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে । এদিন রাজ্যে জাতীয় পঞ্চায়েত দিবস উদযাপনের অঙ্গ হিসেবে অরুন্ধতীনগরস্থিত গ্রাম স্বরাজ ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দফতরের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা এদিন তার বক্তব্যে উল্লেখ করেন যে পঞ্চায়েতি রাজ হল গ্রামীন শাসনের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। তা যদি শক্তিশালী হয় গণতন্ত্রও শক্তিশালী হবে। এদিন মুখ্যমন্ত্রী বলেন গ্রামস্তরের শিক্ষা , স্বাস্থ্য, পানিয় জল, রাস্তাঘাট ইত্যাদি সব বিষয়ে গ্রামের জনগণই সিদ্ধান্ত গ্রহণ করে। তাই স্থানীয় জনগণই স্থির করে যে আগামী দিন আমাদের রাজ্য , আমাদের দেশ কি ভাবে চলবে।  আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের পদাধিকারীদের উন্নত প্রশিক্ষণের জন্য IIM, শিলং এর সাথে এক মৌ সাক্ষর হয়। একই সাথে নয়া স্মার্ট অফিস ও ভিসি অফিসের উদ্বোধন, রাজ্যের সকল পঞ্চায়েতকে দিবাঙ্গজন বান্ধব পঞ্চায়েত ঘোষণা করা হয়। এদিন পঞ্চায়েত দপ্তরের মাসিক মুখপত্র 'গ্রাম সৃজন' ও বার্ষিক রিপোর্টের আবরণ উন্মোচন করা হয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। এই অনুষ্ঠানে এদিন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতকে কাজের উৎকর্ষতা বৃদ্ধির দিক থেকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও বিভিন্ন জনপ্রতিনিধি ও আধিকারিকরা উপস্থিত ছিলেন।


    Akb tv news 

    03.05.2025

    3/related/default